বুধবার, অক্টোবর ১৯, ২০০৫

অধন্যাত্মক দিন!

প্রায় এক সপ্তাহ পর ব্লগে অ্যাকসেস করছি, সময়টা ভাল যাচ্ছে না :: একটা লম্বা ব্যাড প্যাচ , কাটিয়ে উঠতে পারছি না

দুদিন ধরে বৃষ্টি, একেবারে টিপিক্যাল জাপানি শারদীয় বর্ষণ সারাদিন ; টিপটিপ ও নয়, ঝমঝমও নয় ; (ধন্যাত্মক শব্দ খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে ) , কী বলা যায় , রিনরিন ? ঝিমঝিম ?

সবকিছু বিট্রে করছে :: এমনকি যন্ত্রও , মেইলে প্রোগ্রামিং এর অ্যাসাইনমেন্ট পাঠানোর কিছুক্ষণ পর একটা কনফার্মেশন-রিপ্লে আসার কথা :: আজকে খেয়াল করলাম গত দু সপ্তাহ ধরে অন্য সবার সেটা ঠিকই আসছে, আমার আসছে না ; মজা লাগল ভীষণ অটো-রিপ্লে প্রোগ্রামে কিছু একটা বাগ আছে সম্ভবত , আর সেটার একমাত্র শিকার আমার অসহায় লগইন ID ; পড়াশুনা বলতে অ্যাসাইনমেন্ট টাই করি, সেটাতেও বাগড্ হয়ে গেলে কী আর করা !

সন্ধ্যায় ভার্সিটিতে একটা পিছলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধুপ করে পড়ে গেছি, এখনও পা ব্যথা করছে :: আজকে আমার জন্যে নিশ্চয়ই কেউ শুভ কামনা করছে ; নইলে আরো খারাপ ভাবে পড়তেও পারতাম, কে জানে ?

বৃষ্টির একটা উপমা মনে পড়ছে এই মুহূর্তে :: কাক-ভেজানো বৃষ্টি ; ..... না এটাও বোধহয় ভুল হলো !

*****************************************

আমরা আবারও প্রথম হয়েছি ! অভিবাদন (!!!) সবার জন্যে ..

কোন মন্তব্য নেই: