কাল প্রায় সারাদিনই বাইরে, সন্ধ্যায় ইনভাইটেশন ছিল এক সিনিয়রের বাসায় ; দেখাও হলো সবার সাথে অনেকদিন পর, শু, সু, অ ভাইয়া, র ভাইয়া :: ভাল লাগল কিছুটা সময় ।
বাসায় ফিরেছি ১০টার পরে, ঘুমিয়ে পরেছিলাম ট্রেনে :: আমার স্টেশনে এসে ঠিকই ঘুম ভেঙে গেছে অবশ্য । এর আগে ট্রেনে ঘুমিয়ে পড়ে নিজের স্টেশন পার করে চলে গেছি বেশ কয়েকবার । সারাদিন মেঘলা, সামান্য বৃষ্টি ; ঠাণ্ডা ভাব, সবার পোষাকে শীতের ভাব, যদিও সময়টা এখনও ফল ::
শেষ পোস্টিং** টাতে অন্ধকার :: সেজন্যে ক্ষমাপ্রার্থী ।
আজ সারাদিন বৃষ্টি, ছুটির দিন , Health Sports Day :: একটা বিরক্তিকর অ্যাসাইনমেন্ট নিয়ে মাথা ব্যথা হয়ে গেছে, যেটা সাবমিট করতে হবে আগামীকাল সকালে ::
টিভির নিউজ প্রোগ্রামে এ প্রায় সবটা সময় পাকিস্তানের ভূমিকম্পের চিত্র আর বিশ্লেষণ :: ধ্বংসস্তুপের পাশে বসে আত্মজনের জন্যে প্রতীক্ষায় এক তরুণী বলছেন , "I have no grief, no sorrow; no hope even!" :: কথাটা এখনো কানে বাজছে ।
পুরো একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে - এরকম শিরোনাম দেখলাম বিবিসি সাইটে :: আমরা কতটা অসহায় !
**এই মূহুর্তে অপ্রকাশিত - as on Nov 18-2005
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন