বিভিন্ন কারণে মন খারাপ ভীষণ, ১০ স্কেলে বললে ৮/৯ এর কাছাকাছি ।
আজ একা একা অনেক দূর হেঁটে চলে গেছি, উদ্দেশ্যহীন ::
বিকেল পাঁচটায় রোজকার বাজনার শব্দ, বাস্কেটবল কিংবা বেসবল খেলে বাড়ি ফেরা স্কুলের বাচ্চারা ; কিংবা বাচ্চা কোলে তরুণ মা
কোন দিকে ভ্রক্ষেপ নেই, একা একা চুপচাপ বসে ছিলাম অনেকটা সময়, ভাবনাহীন ::
ভীষণ কাঁদতে ইচ্ছে করছিল, ইচ্ছে করছিল এই অসময়ের বৃষ্টিতে ঠান্ডা লাগানোর ;
যদিও ১৮ পেরোনোর পর কেঁদেছি বলে মনে পড়ে না ।
প্রায় মৃত একজন হয়ে আছি । ১০ স্কেলে বললে মাত্রাটা ৬ এর উপরে ::
::এই পোস্টিং অসম্পূর্ন; হয়ত শেষ করবো আরেকদিন ::
৪টি মন্তব্য:
I wish I had some words to console you.
Tomar somossata k khuje nao. Tarpor etak bishleson koro. Somadhan tumi nijei paba. Somassa pushe rakhle sommssa bare. Tomar aponjonder shathe somossa nie kotha bolo valo thakbe. Tomar proti shuvo kamona roilo
hmm, lots of thankz to both of you for the words!
and another thing, you have to login with a blogger account for posting any comment.That's for stopping spams, ads etc. Sorry for that!
একটি মন্তব্য পোস্ট করুন