ভেসে যায় আদরের নৌকো, তোমাদের ঘুম ভাঙে কোলকাতা'য়
হ্যালোজেন বৃষ্টিতে ; রঙ লিখে ঘর পাঠায় ।
ভিখিরিরা স্বপ্ন পায় , তুষারের রাজধানী ধুয়ে যায় জোসনায় ;
ধুয়ে যায় আদরের পথঘাট , ভেসে যায় আরামের অঞ্চল
রেলিঙের ঘুমঘোরে ; টুপ করে কাঁদলো জল
ডানাভাঙা একলা কাক, পথ ভেসে থাক, একলাটি থাক
এই জন্মের রেলগাড়িরা যায়, জলপরী হাত ধূলো হাওয়ায়
হাওয়াকে ; এসে আঁকে তালডানায়
এই নরম চুল , ধূলোর ফুল , যায় ভেসে যায় ।
ভেসে যায় আদরের নৌকো, ভেসে যায় সোহাগের শামপান,
সিগারেট টুকরো রা, মুখচোরা শিখছে স্নান
দড়িঘেঁরা বালিস্তুপ, জোনাকির রূপ, বুকে নিয়ে চুপ
এই জন্মের রেলগাড়িরা যায়, জলপরী হাত ধূলো হাওয়ায়
হাওয়াকে ; এসে আঁকে তালডানায়
এই নরম চুল, ধূলোর ফুল, যায় ভেসে যায় ।
ভেসে যায় আদরের নৌকো, তোমাদের ঘুম ভাঙে কোলকাতায়
হ্যালোজেন বৃষ্টিতে ; রঙ লিখে ঘর পাঠায় ।
ভিখিরিরা স্বপ্ন পায় , তুষারের রাজধানী ধুয়ে যায় জোসনায় ;
"আদরের নৌকো" :: গান : চন্দ্রবিন্দু :: অ্যালবাম এবং প্রকাশকাল : জানা নেই
এই গানটা ভীষণ অদ্ভূত, গত কয়েকদিনে সবচেয়ে বেশিবার শোনা ; হয়ত অর্থহীন কিন্তু উপমাগুলো কেমন যেন মন কেড়ে নেয় , বহুবার শুনলেও আবার শুনতে ইচ্ছে করে ।
:::: কৃতজ্ঞতা : আমাদের গান ডট কম, গানের লিন্ক এর জন্যে ::
নভেম্বর ১২, ২০০৫ :: সম্ভবত: উপরের লিন্কটা এখন আর কাজ করছে না , আমার ব্যক্তিগত সংগ্রহ থেকে নতুন লিন্ক:: আদরের নৌকো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন