সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০০৫

তিন দিন!

অনেকদিন পর লিখতে বসলাম, মাঝে ছবি পোস্ট করেছি দুটো; লেখা হয়ে ওঠেনি
আবার পরবাসে ফেরা, দেশ থেকে এসে পৌঁছেছি শুক্রবারে ; প্রায় ঘরবন্দি হয়ে আছি তিনটা দিন - শুক্রবার পাবলিক হলিডে থাকায় তিনদিনের উইকএন্ড :: ভাল লাগছে না কিছুই, রান্নাবান্না দূরের কথা, বাজার ই করতে ইচ্ছে করছেনা ; ফোন-নেট হাতের কাছে না থাকলে বন্দি জীবন বলা যেত এটাকে

স্কুলের হোমপেজ বলছে, গ্রেডশীট মেশিনে চলে এসেছে ; আমলনামা নিতে কাল যাবো, ভয়ই লাগছে :: কী যে হবে ! এবার নতুন সিমেস্টারের ক্লাস শুরু না হতেই রেজাল্ট দিচ্ছে , স্কুল প্রশাসনে কিছু উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে !

আইচি এক্সপো (Aichi Expo) আজকে শেষ হলো, যাওয়ার ইচ্ছে ছিল ভীষণ , সুযোগ হল না

কোন মন্তব্য নেই: