বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০০৫

দুঃস্বপ্ন

আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন না
কোনও পদশব্দ ?দেখতে কি পাচ্ছেন না

ভয়ন্কর একপাল না জন্তু-না মানুষ
তেড়ে আসছে চৌদিক খেকে ? ওদের দাঁত-নোখে
লেগে আছে পুরনো আর নতুন রক্তচিহ্ন
,
মানুষের হাড় দিয়ে ওরা পেটাচ্ছে কান-ফাটানো
ঢাকঢোল
;


<শামসুর রাহমান :: আমার একটি দুঃস্বপ্ন :: সৌন্দর্য আমার ঘরে, বিউটি বুক হাউস, প্রথম প্রকাশ ১৯৯৮>
..........................................................................................

এরপর আমরা কোথায় যাবো ?
সম্ভবতঃ আমরা দেয়ালের থেকে খুব বেশি দূরত্বে নেই , এবং আর সামান্য পিছিয়ে গেলে দেয়ালে পিঠ ঠেকে যাবে
রাজনীতি এবং রাষ্ট্র শাসন নামক ভীষণ জটিল জিনিষগুলোর সাথে জড়িত সম্মানিত রা কি দেয়ালটা দেখতে পাচ্ছেন না
?


মফস্বলে থাকি, কাজেই হরতালেও খুব একটা দুশ্চিন্তা ছাড়াই বাইরে বেরিয়ে যাই, এবং ঠাণ্ডা-ঠাণ্ডা একটা মফুস্বলে ভাব উপভোগ করি, কখনও কখনও দাঁড়িয়ে পড়ি মিছিল দেখার জন্য ; ছোটবেলা থেকে দেখা ছবিটা পাল্টায় না দেখে কিছুটা অবাকও লাগে


আর বোধহয় সেটা করার সাহস হবে না , আপাততঃ মরতে চাচ্ছি না কোন কূপমণ্ডুক কাপুরুষের বোমায় কিংবা গ্রেনেডে
খুব স্বাভাবিক ভাবেই প্রধান দুটো রাজনৈতিক দলের একে অপরকে দোষারোপ করে চ্যাঁচামেচি শুরু হয়ে গেছে এবং আমরাও ভ্যাঁড়ার মত কিংকর্তব্যবিমুঢ় হয়ে খেলাটায় নিজেদের ভূমিকা বুঝে উঠতে পারছি না কি আর করা, আসুন, আমরা ক্যাবল টেলিভিশনে সবার কাভারেজ উপভোগ করি এবং তালি বাজাই মাঝে-মধ্যে অন্য বারের মত এবারও

<রাজশাহী:: আগস্ট ১৮ :: ২:০৫ >

কোন মন্তব্য নেই: