রবিবার, আগস্ট ১৪, ২০০৫

বন্ধুরা

কলেজ জীবনের পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, ইদানীং নাম মনে পড়েনা মাঝেমাঝে ; অপেক্ষা করি সাথে থাকা অন্য কেউ একজন নামটা বলে উঠবে , নাম না জেনেও কথা বলতে সমস্যা হয় না অবশ্য বেশির ভাগ ক্ষেত্রে, তবে বিব্রতকর ব্যাপার যে ঘটেনি কখনো, তাও নয়কলেজে সময়টা অল্প, সম্ভবতঃ তাই মস্তিষ্কের ডেটাবেজে কম গুরুত্বপূর্ণ জায়গায় লুকিয়ে থাকা সেই নামটা খুঁজে পাই নাঅবশ্য স্কুলের বন্ধুদের একেবারে অফিসিয়াল নাম এবং আদর করে দেওয়া নাম ( যেমন, বিজ্ঞানী, কষ্ট কিংবা ঘুম :: আরো কত কিছু ) সহ মনে পড়ে খুব সহজেই

আমাদের স্কুলে ক্লাস ক্যাপ্টেনের একটা কাজ ছিল :: রেজাল্ট বা অন্য কোন প্রয়োজনে সবার নামের লিস্ট দরকার পড়লে তৈরি করে দেওয়া :: এই কাজ করতে করতে পুরো ক্লাসের নেইম-লিস্ট টা মুখস্থ হয়ে থাকতো

বন্ধুরা বেশিরভাগই গ্রাজুয়েশন শেষের পথে কিংবা কারো কারো শেষ; খবর জিজ্ঞেস করলে শুনতে পাই, "দোস্ত, বাইরে যাওয়ার চেষ্টা করতেছি ।" উত্সাহিত করি, অনেকদিন পর দেখা উপলক্ষে এক কাপ চা ও হয়ে যায় , তারপর নিজেই নিজেকে প্রশ্ন করি, "বাইরে ই সব ভালো, তাই না, রবি রেমান? নদীর ওপার টাতেই সব সুখ ! "


***********************************************************
<আগের পোস্টে এ একটা অসম্পূর্ণ তথ্য ছিল এক সুহৃদ জানিয়েছেন, চক্র এর প্রথম প্রকাশ :: জানুয়ারি ২০০৪ (খন্ড আকারে ); ধন্যবাদ তাকে আমি যেটা পড়ছিলাম, সেটা অখন্ড সংস্করণ এবং প্রথম প্রকাশ :: ফ্রেবুয়ারি ২০০৫ >

কোন মন্তব্য নেই: