বুধবার, আগস্ট ১০, ২০০৫

এলেবেলে

বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে;
কখন বৃষ্টি আসে-যায়, ঠিক-ঠিকানা নাই বাইরে বের হলে কখনো কখনো এক পলকের বৃষ্টিতে ভিজেও যাই , কেয়ার করি না কিছুটা ঢিলেঢালা সময় যাচ্ছে ঘুমানো, টিভিতে খেলা দেখা আর আড্ডা মারা - অলস মানুষ হয়ে যাচ্ছি ; প্যারাডক্স এ ভরা জীবন যাপন করা একজন অলস মানুষ !

অবশ্য কয়েকবার পড়া বই আবার পড়ছি, এই মুহূর্তে পড়ছি লোটাকম্বল - সঞ্জীব চট্ট্যোপাধ্যায় এর এককথায় অসাধারণ বই আমি ভীষণ মিস করি সবসময় ; বুয়েটে ক্লাস শুরুর আগে কোচিং-ট্যুইশনি করিয়ে যে টাকা পেতাম ; গল্পের বই কিনেই শেষ করে ফেলতাম

এবার বুয়েটের সাথে সম্পর্ক শেষ করে ফেলার ইচ্ছা আছে :: ভর্তি ক্যানসেল করবো ; এইচ-এস-সি র মার্কশিটটাও তোলা হয়নি; যদিও কোন কাজে লাগবে কিনা কে জানে ?

বৃষ্টি হলে আমাদের বাসার ফোন কথাবার্তা বন্ধ করে দেয় ; এবং ফলাফল হিসেবে আপাততঃ নেট বিচ্ছিন্ন, অবশ্য নেট খুব একটা প্রয়োজনও দেখছি না ; যে কোন ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন কোথাও চলে যেতে ইচ্ছে করে মাঝে-মধ্যে, ভীতু মানুষের মতো !

<০২:১০,আগস্ট ১০, রাজশাহী>

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

BUET er shathe shomporko shesh kore felben mane?

Rabab

সৌরভ বলেছেন...

আর বলোনা,আমার মার্কশীট টা এখনও বুয়েটে থেকে গেছে , সম্পর্ক শেষ না করলে ওইটা দেবেনা দাদারা(!)