সোমবার, আগস্ট ০৮, ২০০৫

দেশে ~

দেশে এসে পড়লাম;

চতুর্থ সিমেস্টারে একটা কোর্স নিতাম, সমাজ, অর্থনীতি টাইপের ব্যাপার-স্যাপার নিয়ে; এরকম একটা থিওরি ছিল যে, কোন ঘটনার বাইরে দাঁড়িয়ে সেটার সমালোচনা কিংবা মূল্যায়ন করা যায় খুব সহজেই :: কিন্তু ঘটনার মধ্যে থেকে ব্যাপারটা প্রায় অসম্ভব

বাইরে থেকে দেশ নিয়ে, সমাজ নিয়ে কমেন্ট করাটা সহজ ; ঘটনার ভিতরে থেকে উপলব্ধ সত্যিগুলো যখন কষ্টকর মনে হয় তখন সেগুলো নিয়ে কমেন্ট করাটা নিজের বেঁচে থাকা প্রতিবেশ নিয়ে হেসে ওঠার মত ব্যাপার বলে মনে হতে পারে

যন্ত্রের মত সবাই বলে ভাল আছি, কেমন যেন জোর করে বলা কথাটা কানে বাজে :: সত্যিকার ভাল থেকে ভাল আছি বললে এমনি বোঝা যায়, নয় কি ?
ভাল নেই বললে একগাদা ব্যাখ্যা বলতে হয়, সেজন্যে সবাই এড়িয়ে চলে বোধহয় বলাটা
কে জানে কোন্ টা ভাল থাকা আর কোন্ টা এড়িয়ে চলা ?
কে ই বা জানে ?

কোন মন্তব্য নেই: