রবিবার, জুলাই ০৩, ২০০৫

Live-8 Concert এবং ....


জি-৮ সামিট কে সামনে রেখে পৃথিবীর বড় সংগীত তারকাদের নিয়ে লন্ডন, প্যারিস, বার্লিন, টোকিও র মত বড় ১০টি শহরে চলছে Live-8 Concert উদ্দেশ্য আফ্রিকা এবং পুরো পৃথিবীর অন্যান্য অংশের দারিদ্রের ব্যাপারে জি-৮ এর নেতাদের ঘুম ভাঙানো; ম্যাডোনা, ব্রায়ান অ্যাডামস্ , green day, U2 র মত শিল্পীরা বিপ্লবের আহবান জানাচ্ছেন

ঘুম কি ভাঙবে মিঃ বুশ, কিংবা তার অতি অনুগত ব্লেয়ার কিংবা কোইজুমি র?
না বোধহয়, ইরাকে আক্রমণের আগে পুরো পৃথিবীর মানুষের চেষ্টায়ও যাদের সামান্যতম বোধদয় ঘটানো যায়নি, তাদেরকে গান শুনিয়ে লাভ নেই !


তবু চেষ্টা করতে দোষ কি ? জাপানে এই আন্দোলনে যোগ দিচ্ছেন ফুজিওয়ারা নোরিকার মত মডেল কিংবা নাকাতা হিদেতোশির মত ক্রীড়া ব্যক্তিত্ত্ব শ্লোগান হিসেবে বলা হচ্ছে, ধরিত্রীর এই দারিদ্র ফেলে রাখার সুযোগ নেই ("hottoke nai sekai no mazushisa")।

ধনতান্ত্রিক পৃথিবীর মানুষের ঘুম ভাঙাটা সম্ভবতঃ বেশি জরুরী ; প্রাচুর্যে ভরা পৃথিবীটাই পুরোটা নয় - বেশি দরকার এ সত্যটা জানানো সফল হোক এ প্রচেষ্টা জয় হোক মানুষের জন্যে মানুষের ভালবাসার !

২টি মন্তব্য:

TrenchantPlayer বলেছেন...

How was the concert in Tokyo? Although not too many good artists performed there, but still just curious, you know.:)

Rabab

সৌরভ বলেছেন...

nope, I could not manange to make it.
.. too late to get a pass/ticket to join the concert.

(the truth is, I was not free enough to do it!)

the japanese young guys are not that kind of conscious about the happenings outside their home.So, still the movement has a long way to go!!