রবিবার, জুলাই ৩১, ২০০৫

মধ্যবিত্ত


আজকের যুগান্তর এ একটা রিপোর্ট দেখছিলাম, মধ্যবিত্ত হারিয়ে যাচ্ছে শিরোনামে ;

মধ্যবিত্তের সংজ্ঞা বেশ জটিল; সমাজের কোন স্তরের মানুষকে মধ্যবিত্ত বলা হবে ব্যাপারটা সম্ভবত খুব একটা পরিষ্কার নয়, কিন্তু একটা সমাজে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে স্তরে পড়ে, সেটাই বোধহয় মধ্যবিত্ত আমাদের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাঁধা আয়ের মধ্যবিত্ত সমাজ যে অসহায়, রিপোর্টে সেটাই মনে করিয়ে দেয়া মোবাইল, রিকশা কমে গিয়ে প্রায় বাধ্যতামূলক হয়ে ওঠা সিএনজি - নতুন খরচের আরো অনেক উপাদান যোগ হয়েছে মধ্যবিত্ত পরিবারে; সেই খরচ বিয়োগ করে হিসেব মেলানোর রাস্তাটা জানা নেই মধ্যবিত্ত বাবা-মা র রিপোর্টের বক্তব্য অনেকটা এরকম

একটা প্রশ্ন অবশ্য আছে, আমাদের দেশে পিজা হাট কিংবা ডমিনোজ পিজা (অবশ্য সত্যিকারের ডমিনোজ এর সাথে সম্পর্কহীন, আমি ভুঁয়াই বলব ) এর মত জিনিষগুলো কিংবা পুঁজিবাদের অন্যান্য উপাদান ঠিকই ঢুকছে ; আমার মনে আছে, অর্থমন্ত্রী নিজেই কোন একটা এরকম চেইন এর উদ্বোধন করেছিলেন এবং পরবর্তীকালে ট্যাক্স ঠিকমত দেয়া নিয়ে সংসদে এর প্রশংসাও করেছিলেন জাকজমকে ভরা শপিং মল আর ডিপার্টমেন্টাল স্টোরের ছড়াছড়ি গত ২/৩ বছরে, এসব জায়গায় যাওয়ার মত কনজ্যুমার নিশ্চয়ই যথেষ্ট তৈরি হয়েছে ?

আমি গত বছর এক বন্ধু সহ ঢাকায় এরকম একটা শপে খেতে গিয়ে খাবারের মান এবং মূল্য দেখে বিস্ময় চেপে রাখতে পারিনি কনজ্যুমাররা অসহায় !


তথাকথিত উন্নত পৃথিবীতে সাধারণ মধ্যবিত্তের জন্যই এই চেইন ফার্স্ট ফুড শপগুলো; কিন্তু আমাদের মধ্যবিত্তের আয় কি এই পর্যায়ে পৌঁছে গেছে ? তাহলে ধরে নিতে হবে, আমাদের সমাজে মধ্যবিত্তের অর্থনৈতিক সামর্থ্যের গ্রাফ অনেক উপরে উঠে এসেছে অথবা মধ্যবিত্ত শ্রেণীকে অনুভূমিক অক্ষ বরাবর স্থাপন করা হলে গ্রাফের রেখাটা খুব একটা সমান্তরাল হবে না


আমি ব্যক্তিগতভাবে পুঁজিবাদ এবং বিশ্বায়নের বিরোধী, কিন্তু ব্যাপারটা অনেকটা আত্মবিরোধিতার মত, আমাকে বাধ্য হয়েই ম্যাকডোনাল্ডস, মস বার্গার কিংবা কেনটাকি চিকেন টাইপের জায়গাগুলোতে ঢুকতে হয় প্রায়ই, পেট ঠান্ডা করার জন্যে; কাজেই নামেই বিরোধিতা ?

কোন মন্তব্য নেই: