শনিবার, জুলাই ৩০, ২০০৫

পরীক্ষা শেষ!


ব্যক্তিগত:
লম্বা সময় পর ব্লগ সাইটে ঢুকলাম, আজকে আরেকটা সিমেস্টার শেষ হলো; এখন পর্যন্ত ব্যস্ততম একটা সিমেস্টার খুব স্বাভাবিক ভাবেই পরীক্ষা খারাপ হয়েছে এবং কেমন যেন বিপদের গন্ধ পাচ্ছি গত এক মাসে প্রায় অস্বাভাবিক একটা সময় পার করেছি ; জাপানিজ বন্ধুদের স্ট্যামিনা দেখে অবাক হওয়া ছাড়া আর কিছু করার ছিল না; আমার চেয়ে ২-৩ টা কোর্স বেশি নিয়েও কত স্বাভাবিক ! যাইহোক, ঝামেলা মুক্ত হয়েছি; প্রতীক্ষা ভাল কিছু র;

চারপাশে:
গত সপ্তাহের তাইফুন-৭ এর পর সত্যিকারের গরম কাকে বলে বুঝতে পারছি; অবশ্য পুরো গরম একটা বছরও জাপানে থাকলাম না; এ বছরেও নয়, আগামী সপ্তাহে দেশের পথে পা বাড়াবো

পশ্চিমা পৃথিবী আবারো সেই পুরনো ইসলামী মৌলবাদের ভয়ে আক্রান্ত, পশ্চিমা রাজনৈতিক নেতারাও কম মৌলবাদী নন; কাজেই কোন পক্ষের সমালোচনা করছি নাতবে ভেঁড়া হচ্ছি আমরা সাধারণ মানুষ; ধর্মীয় মৌলবাদ, বর্ণবাদ - এই ভূতেরা পৃথিবী ছাড়বে কবে ?

কোন মন্তব্য নেই: