শনিবার, জুন ১৮, ২০০৫

সামার প্রজেক্ট

আরেকটা সপ্তাহ শেষ হল; পড়াশুনার দিক দিয়ে বললে সিমেস্টারের ৯ম সপ্তাহ, বেশ তাড়াতাড়িই যাচ্ছে সময়; সোমবার এলেই শুক্রবার এসে পড়ে। আজকে সামার প্রজেক্ট এর ব্যাখ্যা শুনলাম, মনে হচ্ছেনা পুরো গরম ধরে এই জিনিষ করে কোন কাজে আসবে - নিজের পছন্দের টপিক নিয়ে গরমের ছুটির ২ মাস কাজ করে -- ২ ক্রেডিট এবং একটা অসাধারণ অভিজ্ঞতা । ক্রেডিট নিয়ে চিন্তা করি না, অভিজ্ঞতার জন্যে করবো ভাবছিলাম, সম্ভবতঃ করা হবে না । অর্কুট বুয়ুকোকটেন (Orkut Buyukkokten) হতে পারবোনা, এটা ভাল করেই জানি; সেই সৃজনশীলতা কিংবা প্রতিভা কোনটাই নেই। তার থেকে বাড়ি ফিরে যাই, সেটাই ভাল বোধহয় । Home, Sweet home! মায়ের মুখটা প্রায় ভুলে গেছি, এক বছর সময় হিসেবে বেশ লম্বা, নয় কী?

......................................................................................


অর্কুট বুয়ুকোকটেন : জাতীয়তা টার্কিশ; সার্চ ইঞ্জিন গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সোশ্যাল কমিউনিটি নেটওয়ার্ক "অর্কুট(Orkut)" এর নির্মাতা। গুগল এর পলিসি হচ্ছে, কর্মীরা নিজের পছন্দের কাজে শতকরা ২০ ভাগ সময় ব্যয় করবে, এর জন্যে কোম্পানির কাছে কোন কিছুই বলতে হবে না । এই পলিসি এবং বুয়ুকোকটেন এর পছন্দের কাজে ব্যবহৃত সময় থেকেই "অর্কুট" এর জন্ম (জানুয়ারি ২০০৪), এবং নির্মাণের পর মিঃ বুয়ুকোকটেন কে নিজের নামেই কমিউনিটি নেটওয়ার্কটা চালু করার অনুমতি দেয়া হয়।

কোন মন্তব্য নেই: