বুধবার, জুন ১৫, ২০০৫

শিরোনামবিহীন সময়!


ব্যক্তিগত:
ব্যস্ততা দিন দিন বেড়েই যাচ্ছে; কেমন যেন মটো (motto) বিহীন এবং অনুভূতিহীন হয়ে যাচ্ছি; পড়াশুনার যাচ্ছে তাই অবস্থা ! গরমের ছুটিতে দেশে যাবো কি না সেটাও এখনও ঠিক করতে পারিনি ইদানীং রান্না দারুণ হচ্ছে, (নিজের কাছে তাই মনে হচ্ছে!!) যদিও অলসতা করে সেটা নিয়মিত করা হয়ে ওঠেনা


চারপাশে:
ইদানীং টিভি কম দেখা হয়, যেটুকু দেখি, তাতে টিভিতে দেখানোর মত খবরের অভাব মনে হচ্ছে জাপানী মিডিয়া যখন প্রচার করার মত কোন খবর পায় না, তখন প্রাইভেট চ্যানেল গুলো উত্তর কোরিয়ার তথাকথিত নিউক্লিয়ার বোমা, সামরিক প্রশাসকের হাস্যকর দেশ চালানো - এই জিনিষ দিয়েই দিনের পর দিন চালিয়ে যায়; আর জনগণের ট্যাক্সে পরিচালিত NHK তার চিরাচরিত ভঙ্গিতে বাচ্চাদের স্কুলে মেলা, কোন এক চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন, চীনের সমাজে অর্থনৈতিক অসমতা - এই জাতীয় নিউজ দিয়েই কাজ সেরে ফেলেখু্বই টাইপড্ একটা ব্যাপার !!


দেশে:
দেশে সেলফোনের সিম কার্ড, রিম কার্ড এর উপরে ট্যাক্স নিয়ে বেশ তূলকালাম মনে হচ্ছে; ২০০ টাকায়ও নাকি সিম কার্ড পাওয়া যেত, ব্যাপারটা জানতাম না দেশে গেলে এই একটা জিনিষ একটু কষ্ট করে শুনে যেতে হয়, বন্ধুদের মাঝে সেলফোনের গল্প ! সেলফোন জিনিষটা সময়টাকে অনেক পাল্টে দিয়েছে, এখন অপেক্ষা অপটিক ফাইবার লাইনের কাজ শেষ হওয়ার, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেশে পাল্টে দেবে আরো অনেক কিছুসেসময়ের অপেক্ষায় !


কোন মন্তব্য নেই: