বুধবার, জুন ০৮, ২০০৫

গরম!

আগের দুটো ব্লগ একটা অন্ধকার অন্ধকার ভাব; কাজেই নিজের গল্প বাদ দিই
........................................................................................................

দেশে ভীষণ গরম পড়ছে, বিশেষ করে রাজশাহীতে নাকি স্বাভাবিকের চেয়ে বেশী গরম, ৪২ডিগ্রির উপরে...সহানুভূতি থাকল সবার জন্যে এই গরমে

এখানে সত্যিকার অর্থে গরম এখনও পড়েনি; তবে তাইফু (taifoon)আসা শুরু হয়ে গেছে; বৃষ্টিমাখা অপছন্দের আবহাওয়া চলবে মাঝেমধ্যেই

টিভিতে ইদানীং একটা মজার জিনিষ দেখছি, প্রধানমন্ত্রী কোইজুমি এবং অন্যান্য মন্ত্রীরা ইলেকট্রিসিটি খরচ কমানোর জন্যে ক্যাজুয়াল ড্রেসে অফিস করছেন - নো কোট, নো নেকটাই আন্দোলন; ব্যাপারটার উদ্দেশ্য নিজেদের ব্যয় কমানো নয়; পরিবেশের উপর চাপ কমানোএই দেশে রাজনীতিবিদ সবাই ধোঁয়া তুলসী পাতা, সেটাও বলা যায়না তবে উদাহরণটা দারুণ; নয় কি? ফর্মাল পোশাক আসলেই দরকার আছে কি? আমি তো উল্টো চিন্তা করি, এই গরমে কোট-নেকটাই মানুষ পরে কেমনে ?

কোন মন্তব্য নেই: