রবিবার, জুন ০৫, ২০০৫

সোনার তরী


ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি---
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী

---------------------------
সোনার তরী; রবীন্দ্রনাথ ঠাকুর




মাঝেমধ্যে মনে হয়, সোনার তরীর জন্যে আমিও যেন কূলে একা বসে আছি।

কোন মন্তব্য নেই: