বুধবার, মে ১৮, ২০০৫

বুধবার !

আজকে বুধবারবুধবারে ক্লাস থাকেনা আমার, আজকে তবুও সকালে ঘুম থেকে উঠতে হয়েছে; ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট ছিল, আর একটু দেরি করে ঘুম ভাঙলে মিস্ করতাম যাইহোক, আজকে নতুন ডাক্তার, ইয়াং এক ভদ্রলোক; মনে হচ্ছিল সদ্য পাস করে বের হয়েছে। (সেটা যদিও অসম্ভব, কমপক্ষে এ্যাসোসিয়েট প্রফেসর না হলে ওই জায়গায় বসার সুযোগ পাবেনা)

এক্সপেরিমেন্ট-৩ এ ক্যাড এর গ্রাফ ডেটা নেওয়ার জন্যে ভার্সিটিতে গিয়ে বেশ হতাশ হলাম, এই দিন-দুপুরে কার্ড ছাড়া ঢোকা যাচ্ছেনা; আর আমি কার্ডটাও ভুলে ফেলে এসেছি কাজেই অর্থহীন সময় নষ্ট হল ! এই এক্সপেরিমেন্ট টার ব্যবস্থাপনা ভীষন হাস্যকর।( বাংলা গালি লিখতে ইচ্ছে করছে যদিও, এবারের মত . . .)

আজকে প্রায় পুরো জাপানে বৃষ্টি হলেও টোকিওতে হচ্ছেনা; জাপানী বৃষ্টি ভীষন বিরক্তিকর, ২-৩ দিন ধরে একই ধরনের বৃষ্টি দেখতে ইচ্ছে করেনা
আজকে একটা মজার কোটেশন পড়লাম, "In a world without wall and fences, who needs windows and gates?" ভীষণ হাসি পাচ্ছিল