অনেকদিন পর লিখছি, মাঝে পরীক্ষার জন্যে বেশ খানিকটা আলসে ভাব এসে যাওয়ায় BLOG টা চালিয়ে যেতে পারিনি।
এখন বসন্তের ছুটি চলছে, বসন্ত বললেও এখনও শীত শেষ হয়নি; আর ছুটিটাকে বসন্তের ছুটি না বলে শিক্ষাবর্ষ সমাপ্তিজনিত অলস ছুটি বলা ভাল। এরকম ছুটি আমার কাছে বিরক্তিকর লাগে, তবে লম্বা ছুটির জীবন শেষ হচ্ছে, আগামী বছরে এই ছুটিটা নাও পেতে পারি।
শুধু বসন্তের ছুটিই নয়, আমার ভার্সিটিতে গরমের ছুটিও দীর্ঘ, প্রায় ২ মাস এবং কবে শুরু, কবে শেষ সবকিছুই পূর্বনির্ধারিত; এবং দুটো সিমেস্টারের মাঝখানে; (ফলে একটা গা-ছাড়া ভাব নিয়ে দেশে চলে যাই, ২ মাস বাড়ির রান্না খেয়ে ২/৩ কিলো ওজন বাড়িয়ে আরও গা-ছাড়া এবং অলস ভাব নিয়ে ফিরে আসি)
তবে এইবারের ছুটিটা খুব একটা বোরিং লাগছে না, শরীরও খুব একটা ভাল না, কাজেই ছুটিটা হয়তবা উল্টো ভালোর জন্যে; কে জানে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন