শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০০৫

মাৎস্যন্যায়

প্রায় দুই সপ্তাহ পর ব্লগ লিখছি, কী দিয়ে শুরু করবো বুঝে উঠতে পারছিনা। অনেকটা সময় পেরিয়ে গেছে, চারপাশের পৃথিবীতে বেশ কিছু ভয়াবহ ঘটনা-দূর্ঘটনা ঘটে গেছে, সেসব নিয়ে মন্তব্য ধারণ করার মত যোগ্যতা কি এই দিনলিপির আছে?

আমাদের দেশে বেঁচে থাকাটা কতটা ভয়াবহ হয়ে উঠছে, কল্পনা করতে পারছি। একজন ন্যায়নিষ্ঠ রাজনীতিবিদ কে মেরে ফেলা হলো, সরকারের প্রতিক্রিয়া কিংবা মিডিয়ার কাছে আমাদের মন্ত্রীদের বক্তব্য শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পদে সবসময় একজন কৌতুকাভিনেতা কে রাখা হয় পাবলিক কে মজা দেওয়ার জন্যে; আগে এক ভদ্রলোক ছিলেন, আল্লার মাল আল্লায় নিয়ে গেছে জাতীয় কথাবার্তা বলতেন। এখনকার ভদ্রলোক আরো জটিল।

মাত্‍‌স্যন্যায় বলে একটা বাংলা শব্দ আছে, অর্থ ঠিকমত বুঝতে পারিনি, যখন শব্দটা শিখেছিলাম; এখন বুঝতে পারছি। শুধু আমাদের দেশে নয়, প্রায় পুরো পৃথিবীতে এখন মাত্স্যন্যায় এর মত অবস্থা চলছে। কিন্তু আমাদের দেশে অবস্থা বোধহয় বেশী ভয়াবহ! পচনটা যে মাথায়; আর সমস্যাটা এত জটিল যে সমাধানের কোন অ্যালগরিদম কারও জানা নেই বোধহয়। ঈশ্বর নিশ্চয় কোন দেবদূত পাঠিয়ে দেবেন না বোমাবাজ দের ধরার জন্যে কিংবা আমাদের দাতা-প্রভূরাও এমন কিছু ম্যাজিক শিখিয়ে দেবেন না; তাহলে?

আমার ধারণা ছিল, যে কোন বিষয়েরই একটা সম্পৃক্ত অবস্থা থাকে, কোন পরিবর্তনই, ভাল হোক আর খারাপ; সেটা এ অবস্থাকে অতিক্রম করতে পারেনা; আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সম্পৃক্ত রেখাটা কি আরও দূরে?