শুক্রবার, জানুয়ারী ১৪, ২০০৫

চড়ুইভাতি

আজ "চড়ুইভাতি" দেখলাম,গত আগস্টে দেশে আনিসুল হকের `ব্যাচেলর` দেখে ভীষণ হতাশ হয়েছিলাম; `চড়ুইভাতি` দেখে হতাশ হতে হয়নি। ব্যাচেলর যতটা অবাস্তব আর বোরিং,চড়ুইভাতি তার পুরোপুরি উল্টো।
ফাহমিদা ম্যাডাম,ফয়সাল দুজনের জন্যেই বেশ খারাপ লাগছিল,আনিসুল হকের গল্পের সাথে খুবই মানানসই চরিত্র হলেও কেমন যেন অন্যরকম! 
ধন্যবাদ `চড়ুইভাতি` নির্মাণের সাথে জড়িত সবাইকে।

1 টি মন্তব্য:

anonymous বলেছেন...

Choroivaati amio dekhesi ebong valo o legese, kintu dukkher bepar holo ami puro ta dekhte pari ni , cz cd ta atke jassilo majhe majhe ebong shesher dike kisui dekha jay ni. Kahinir last e ki hoyesilo?