শুক্রবার, জানুয়ারী ১৪, ২০০৫

চড়ুইভাতি

আজ "চড়ুইভাতি" দেখলাম,গত আগস্টে দেশে আনিসুল হকের `ব্যাচেলর` দেখে ভীষণ হতাশ হয়েছিলাম; `চড়ুইভাতি` দেখে হতাশ হতে হয়নি। ব্যাচেলর যতটা অবাস্তব আর বোরিং,চড়ুইভাতি তার পুরোপুরি উল্টো।
ফাহমিদা ম্যাডাম,ফয়সাল দুজনের জন্যেই বেশ খারাপ লাগছিল,আনিসুল হকের গল্পের সাথে খুবই মানানসই চরিত্র হলেও কেমন যেন অন্যরকম! 
ধন্যবাদ `চড়ুইভাতি` নির্মাণের সাথে জড়িত সবাইকে।

রবিবার, জানুয়ারী ০৯, ২০০৫

বেঁচে থাকার অর্থ

জীবনে কিছু কিছু ভাল সময় আসে; সেজন্যেই দীর্ঘ সময় বেঁচে থাকা উচিত।
(時々楽しいことがあるから、生き延びてほしい。>>橋田信介)

ইরাকে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানী সাংবাদিক হাশিদা শিনসুকের ডায়রি থেকে। সারাজীবন যুদ্ধক্ষেত্র থেকে রিপোর্টিং করে যাওয়া এই সাংবাদিকের জীবনের শেষ মিনিটও কাটে যুদ্ধক্ষেত্রে ।